নবীনগরে একই পরিবারের ১২ জন করোনায় আক্রান্ত

Looks like you've blocked notifications!

ব্রাহ্মণবাড়িয়ার করোনা পরিস্থিতি উন্নতি হওয়ার মধ্যেই হঠাৎ করে একদিনে সর্বোচ্চ ১১ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে জেলার নবীনগরে উপজেলার জাফরপুর গ্রামে একই পরিবারের ১০ জন রয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুম জানান, এ গ্রামের পরিবারটির দুজন সদস্য আগেই করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে ব্রাহ্মণবাড়িয়ায় আইসোলেশনে রয়েছে। আজ সোমবার পরিবারটির আরো ১০ জনসহ মোট ১২ জন আক্রান্ত হলো। 

সিভিল সার্জন মো. একরাম উল্লাহ আক্রান্ত হওয়ার বিষয় আজ নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৭ জন। এর মধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন। এখন ১৯ জন জেলা বক্ষব্যাধি হাসপাতালসহ বিভিন্ন স্থানে আইসোলেশনে আছেন। জেলার আখাউড়া ও নাসিরনগর উপজেলায় মারা গেছেন দুজন। 

সিভিল সার্জন অফিস সূত্র জানায়, নবীনগরে একই পরিবারের ১০ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পর একটি মেডিকেল টিমকে সে গ্রামে পাঠানো হয়েছে। নমুনা সংগ্রহসহ পরীক্ষা-নিরীক্ষার পর প্রয়োজনীয ব্যবস্থা নেওয়া হবে। 

স্থানীয় বাসিন্দারা জানান, জাফরপুর গ্রামে একই পরিবারে একসঙ্গে ১০ জন করোনা রোগীর সন্ধান পাওয়ার পর সে গ্রামের বাসিন্দাদের মধ্যে কিছুটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। গ্রামটি লকডাউন করার ব্যাপারে আলোচনা চলছে বলে জানা গেছে। গ্রামটিতে তিন হাজার জনসংখ্যা রয়েছে।