নব্য জেএমবির ‘নারী শাখার প্রধান’ রিমান্ডে
রাজধানীর কমলাপুর থেকে গ্রেপ্তার নব্য জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) নারী শাখার প্রধান আসমানী খাতুন ওরফে আসমা ওরফে আমাতুল্লাহর (২৮) তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এই আদেশ দেন।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের পরিদর্শক সোহরাব হোসেন ওরফে আমাতুল্লাহকে হাজির করে মতিঝিল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক রিমান্ডের এই আদেশ দেন।
মামলার নথি থেকে জানা যায়, গত মঙ্গলবার রাতে আসমানী খাতুনকে উত্তর কমলাপুর এলাকা থেকে গ্রেপ্তার করে সিটিটিসি ইউনিট। আসমানীর গ্রামের বাড়ি রাজবাড়ীর সদর থানার খানাপুর দক্ষিণপাড়া গ্রামে। এরপরে তাঁর বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ। সেই মামলায় পরে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।