নরসিংদীতে ২ যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/02/03/narsingdi-news-pic.jpg)
নরসিংদীর শিবপুরে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয় দুই যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে শিবপুরের শ্রীফুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
শিবপুর থানা পুলিশ জানায়, আজ সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর এলাকার শ্রীফুলিয়া বাসস্ট্যান্ডে মহাসড়কের পাশে গলায় চাদর পেঁচানো অবস্থায় বস্তাবন্দি দুটি মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে তারা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে নিহত যুবকদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে দুজনকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ সড়কের পাশে ফেলে রেখে গেছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। তাদের পরিচয় নিশ্চিতে কাজ করছে পুলিশ।