নলছিটিতে মিথ্যার আশ্রয় নিয়ে চাল মজুদ, যুবলীগ নেতার কারাদণ্ড

Looks like you've blocked notifications!
ঝালকাঠির নলছিটি উপজেলার কুশঙ্গল ইউপির ৬ নম্বর ওয়ার্ডের যুবলীগ সভাপতি আবদুর রহিম হাওলাদারকে গতকাল শনিবার আটক করে পুলিশ। ছবি : এনটিভি

ঝালকাঠির নলছিটি উপজেলায় আবদুর রহিম হাওলাদার নামের এক যুবলীগ নেতার বাড়ি থেকে ১০ টাকা কেজি দরের ও ভিজিডির মোট ১২০ কেজি চাল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার কুশঙ্গল এলাকা থেকে গতকাল শনিবার বিকেলে এসব চাল উদ্ধার করা হয়। মিথ্যার আশ্রয় নিয়ে চাল কিনে মজুদ করায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাখাওয়াত হোসেন তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা এবং পরিশোধ না করলে এক মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন।
আবদুর রহিম হাওলাদার কুশঙ্গল ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের যুবলীগ সভাপতি।
জানা গেছে, মিথ্যার আশ্রয় নিয়ে বিভিন্নভাবে ১০ টাকা কেজি দরের ও ভিজিডির চার বস্তা, অর্থাৎ ১২০ কেজি চাল কিনে বাড়িতে মজুদ করেছিলেন আবদুর রহিম। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে বস্তাগুলো উদ্ধার করেন। পরে অভিযুক্ত আবদুর রহিমকে আটক করে উপজেলা পরিষদে নিয়ে আসা হয়। আবদুর রহিম দোষ স্বীকার করায় দুর্যোগ ব্যবস্থাপনা আইনে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। উদ্ধার করা চাল কুশঙ্গল ইউপির চেয়ারম্যানের কাছে রাখা হয়েছে। এ চাল অসহায় মানুষের মধ্যে বিতরণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
কুশঙ্গল ইউপির চেয়ারম্যান মো. আলমগীর হোসেন বলেন, ‘রহিম মিথ্যার আশ্রয় নিয়ে বিভিন্নভাবে চাল কিনে মজুদ করে। একটি চক্র তাকে এ কাজে সহযোগিতা করেছে। তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।’