নাইক্ষ্যংছড়িতে প্রথম করোনা রোগী শনাক্ত

Looks like you've blocked notifications!
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়। ছবি : সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন জানায়, উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু কোনোরপাড়া এলাকার বাসিন্দা এক বৃদ্ধের (৫৯) নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তাঁর রিপোর্টে করোনা পজেটিভ এসেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল বুধবার পরীক্ষার জন্য পাঠানো নাইক্ষ্যংছড়ি উপজেলার দুটি রিপোর্টের মধ্যে ওই বৃদ্ধের রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে। রিপোর্ট পাওয়ার পর নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, প্রশাসন এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আক্রান্ত বৃদ্ধ কয়েকদিন আগে নারায়ণগঞ্জ তাবলিগ জামাত থেকে ফিরেছেন বলে জানিয়েছে স্থানীয়রা।

নাইক্ষ্যংছড়ি পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু জাফর মো. সলিম বলেন, ‘শনাক্ত ব্যক্তির পরিবারের আর কারো নমুনা সংগ্রহ করা হয়নি। আক্রান্ত রোগীকে নিজের বাড়িতে আলাদা একটি কক্ষে রাখা হয়েছে। পরিবারের অন্য কারো লক্ষণ দেখা গেলে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করানো হবে।’

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া আফরিন কচি বলেন, ‘ঘুমধুম ইউনিয়নটি সম্পূর্ণ লকডাউন করা হয়েছে। শনাক্ত হওয়ার রোগীর বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়িও লকডাউন করা হয়েছে। কক্সবাজার এবং মিয়ানমার সীমান্তবর্তী হওয়ায় ইউনিয়নটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বাড়তি সতর্কতা এবং বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা বলেন, ‘জেলার সাতটি উপজেলা থেকে গতকাল বুধবার পর্যন্ত ১১৫টি নমুনা সংগ্রহ করে টেস্টের জন্য চট্টগ্রাম এবং কক্সবাজার মেডিকেলে পাঠানো হয়েছে। এর মধ্যে আজ একটি পজেটিভ এসেছে। আর ১১০টি নেগেটিভ এসেছে। বাকি চারটি রিপোর্ট সন্ধ্যায় পাওয়া যাবে।’