পৌরসভা নির্বাচন

নাঙ্গলকোট পৌরসভায় জয়ী যারা

Looks like you've blocked notifications!
কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার আওয়ামী লীগের মনোনীত বিজয়ী মেয়র মো. আবদুল মালেক ছবি : সংগৃহীত

কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভায় আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ পৌরসভায় একমাত্র প্রার্থী আওয়ামী লীগের মনোনীত মো. আবদুল মালেক বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন।

এছাড়া বেসরকারিভাবে  এ পৌরসভায় বিজয়ী কাউন্সিলররা হলেন ১ নম্বর ওয়ার্ডের মোশারফ হোসেন, ২ নম্বর ওয়ার্ড আক্তারুজ্জামান, ৩ নম্বর ওয়ার্ড জহিরুল্লাহ সুমন, ৪ নম্বর ওয়ার্ড শাখাওয়াত হোসেন সুমন, ৫ নম্বর ওয়ার্ড শেখ রাসেল, ৬ নম্বর ওয়ার্ড মো. সাদেক, ৭ নম্বর ওয়ার্ড জামাল উদ্দিন সোহাগ, ৮ নম্বর ওয়ার্ড খোরশেদ আলম, ৯ নম্বর ওয়ার্ড মো. জাফর।  এছাড়া সংরক্ষিত আসনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত দুজন কাউন্সিলর হলেন ২ নম্বর ওয়ার্ডের ফরিদা আখতার ও ৩ নম্বর ওয়ার্ডের আশেয়া আখতার। অপরজন সংরক্ষিত কাউন্সিল হলেন ১ নম্বর ওয়ার্ডের সাবিনা ইয়াসমিন কাজল।

আজ রোববার সকাল ৮টা থেকে ১১টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। এ পৌরসভায় মোট ভোটার ১৯ হাজার ৫১০ জন। ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪৩ জন, সংরক্ষিত তিনটি আসনের মধ্যে দুটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হয়ে যাওয়ায় বাকি একটিতে দুজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেছেন।

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা লামইয়া সাইফুল বলেন, ৭ মার্চ নাঙ্গলকোট পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ১৮ মার্চ মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ছিল। এতে মেয়র পদে আওয়ামী লীগের একজন, সাধারণ কাউন্সিলর ৬০ জন ও সংরক্ষিত কাউন্সিলর ১১ জন মনোনয়নপত্র জমা দেন। নির্বাচন ১১ এপ্রিল হওয়ার কথা থাকলেও করোনার কারণে নির্বাচন হয়নি।