নাটোরের নারদ নদের তীরের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন

Looks like you've blocked notifications!
নাটোরে নারদ নদ দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা আজ বৃহস্পতিবার প্রশাসনের নির্দেশে ভেঙে দেওয়া হয়। ছবি : এনটিভি

নাটোরের নারদ নদ দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে প্রশাসন। আজ বৃহস্পতিবার বিকেলে এসব স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফুন্নেছা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা শহরের কানাইখালী ও জেলেপাড়া এলাকায় এ অভিযান চালায়।

এ সময় অবৈধভাবে নদ দখল করে গড়ে তোলা স্থাপনা চিহ্নিত করে অপসারণের নির্দেশ দেওয়া হয়। এ সময় অনেক দখলদার নিজ থেকেই স্থাপনা অপসারণ ও ভাঙার কাজ শুরু করে।

জেলা প্রশাসন জানায়, আগামী ২৩ ডিসেম্বর থেকে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের উদ্যোগে অবৈধ নদ-নদী ও খাল-জলাশয় দখলদারদের বিরুদ্ধে সমন্বিত উচ্ছেদ অভিযান শুরু করা হবে।