নাটোরে ঘরের মেঝে খুঁড়ে ২৫টি গোখরা সাপ উদ্ধার

Looks like you've blocked notifications!
নাটোরের গুরুদাসপুরে এক কৃষকের ঘরের মেঝে খুঁড়ে বের করা হয়েছে ২৪টি বাচ্চাসহ একটি মা গোখড়া সাপ। ছবি : এনটিভি

নাটোরের গুরুদাসপুরে এক কৃষকের ঘরের মেঝে খুঁড়ে বের করা হয়েছে ২৪টি বাচ্চাসহ একটি মা গোখড়া সাপ। তবে কোদালের আঘাত ও পিটিয়ে সবগুলো সাপ মেরে ফেলা হয়েছে।

গুরুদাসপুর পৌর এলাকার আনন্দনগর মহল্লার কৃষক সৈয়দ আলী জানান, গত মঙ্গলবার রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় তাঁর মেয়েকে সাপে কাটে। ওঝার মাধ্যমে চিকিৎসা করার পর ঘরের মেঝেতে সাপের অস্বিত্ব টের পান তিনি।

এরপর বুধবার বিকেলে সাপের সন্ধানে কোদাল দিয়ে মেঝে খুঁড় থাকায় একে একে বের হয়ে আসে ২৪টি গোখরা সাপের বাচ্চা। তবে কাদালের আঘাতে সবগুলো মারা যায়। এরপর মা সাপটি বের হয়ে এলে ভয়ে সেটিকেও পিটিয়ে মেরে ফেলেন স্থানীয় লোকজন।

পরে মৃত সাপগুলো মাটি চাপা দেওয়া হয়। তবে সাপগুলো না মেরে সেগুলোকে চলে যেতে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন পরিবেশ কর্মীরা।