নাটোরে পান খেয়ে মাথা দিয়ে ধোঁয়া ওঠা রাব্বানীকে পরীক্ষা করেছে মেডিকেল বোর্ড

Looks like you've blocked notifications!
স্ত্রী তানিয়া সুলতানাকে সাথে নিয়ে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছেন গোলাম রাব্বানী। ছবি : এনটিভি

কাঁচা সুপাড়ি দিয়ে পান খেলে মাথা দিয়ে ধোঁয়া ওঠা সেই গোলাম রাব্বানীকে নিয়ে অনুসন্ধান শুরু করেছে মেডিকেল বোর্ড।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গোলাম রাব্বানী তার স্ত্রী তানিয়া সুলতানাকে সাথে নিয়ে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে গঠিত তিন সদস্যের মেডিকেল টিমের মুখোমুখি হন রাব্বানী।

এসময় মেডিকেল টিমের সদস্য মেডিসিন বিভাগের কনসালটেন্ট ডা. আনিসুজ্জামান পিয়াস এবং ওই হাসপাতালের আরএমও  ডা. সোহানুর রহমান শারীরিকসহ নানা বিষয়ে গোলাম রাব্বানীকে জিজ্ঞাসাবাদ করেন।

মেডিকেল টিমের সদস্য ডা. আনিসুজ্জামান পিয়াস বলেন, ‘প্রাথমিকভাবে বিষয়টি স্বাভাবিক প্রক্রিয়াগত মনে হচ্ছে। তারপরও রাব্বানীর শরীরে আর কোনো সমস্যা আছে কিনা তা পরীক্ষা-নিরীক্ষা করা হবে।’

কাঁচা সুপাড়ি দিয়ে পান খাওয়ার পর গরু ব্যবসায়ী গোলাম রাব্বানীর মাথা থেকে ধোঁয়া বের হওয়ার বিষয়টি সম্প্রতি ব্যাপক আলোচনা ও কৌতুহলের জন্ম দেয়। এ নিয়ে প্রতিবেদন প্রচার করে এনটিভি।