নাটোরে পুলিশ-বিএনপি সংঘর্ষে ৫১৬ জনের বিরুদ্ধে মামলা
বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে নাটোরে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় ৫১৬ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে নাটোর সদর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বাদী হয়ে নাশকতার মামলাটি করেন।
নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) আবু সাদাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় ১১৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৪০০ জনকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত এ মামলায় নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, গ্রেপ্তার আতঙ্কে আজ সকাল থেকে দলীয় কার্যালয়ের আশেপাশে আসেনি কেউ। আজ সকাল থেকেই দলীয় কার্যালয় বন্ধ রয়েছে।
গতকাল সোমবার এ সংঘর্ষে নাটোর সদর থানার ওসি মুনসুর রহমান ও তিন সাংবাদিকসহ ২০ জন আহত হয়।