নাটোরে ফেসবুক লাইভে শিক্ষার্থীর আত্মহত্যা!
নাটোরের গুরুদাসপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে রঞ্জু আহমেদ নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সে স্থানীয় একটি স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিল।
গতকাল রোববার (২৬ মার্চ) দিনগত রাত ১টার দিকে উপজেলার কাছিকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার রাতে রঞ্জু আহমেদ তার ফেসবুক আইডি থেকে আবেগঘন কয়েকটি পোস্ট শেয়ার করে। এরপর ফেসবুক লাইভ চালু করে নিজ ঘরের সিলিংয়ের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে রঞ্জু। ফাঁস দেওয়ার প্রায় ৯ মিনিট পর টের পেয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। কিন্তু, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, ‘প্রেম ঘটিত ব্যাপারে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা আপত্তি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’