নাটোরে ভুয়া চিকিৎসকের কারাদণ্ড, ফার্মেসিকে জরিমানা
নাটোরের বাগাতিপাড়ায় ভুয়া চিকিৎসকসহ দুই প্রতারককে আটক করে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার বিকেলে বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর বাজারে এ অভিযান চালানো হয়।
নাটোর র্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান ও জেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসা কর্মকর্তা ডা. রাজেশ কুমারের নেতৃত্বে র্যাব আজ বিকেলে উপজেলার দয়ারামপুর বাজারে অভিযান চালায়। এ সময় একটি ফার্মেসিতে রোগী দেখা, চোখ অপারেশন ও ব্যবস্থাপত্র দেওয়ার অপরাধে হাতেনাতে আটক করা হয় আশরাফুল ইসলাম নামের ভুয়া এক এমবিবিএস ডাক্তারকে। সেখান থেকে জব্দ করা হয় অপারেশনসহ চিকিৎসা কাজে ব্যবহৃত যন্ত্রপাতি। এ অপরাধে আশরাফুল ইসলামকে দুই বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
একইসঙ্গে নিজ ফার্মেসিতে ভুয়া ডাক্তারের মাধ্যমে চিকিৎসার নামে প্রতারণার দায়ে আক্কাস আলীকে ৭৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান।