নাটোরে ময়লার স্তূপে ব্যাগভর্তি টাকা, ভিক্ষুকের বলে ধারণা

Looks like you've blocked notifications!
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় উদ্ধার হওয়া ব্যাগভর্তি খুচরা টাকা। ছবি : এনটিভি

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ব্যাগভর্তি টাকা উদ্ধার করা হয়েছে। উপজেলার বনপাড়া বাসস্ট্যান্ডের একটি ময়লার স্তূপ থেকে টাকাগুলো উদ্ধার করা হয়। বনপাড়া পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী রতন গতকাল রোববার সন্ধ্যায় ব্যাগভর্তি টাকাগুলো উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে, টাকাগুলো কোনো ভিক্ষুকের।

পরিচ্ছন্নতাকর্মী রতন জানান, গতকাল রোববার সন্ধ্যায় বনপাড়া বাসস্ট্যান্ড এলাকায় আবর্জনা পরিষ্কার করার সময় সেখানে একটি ব্যাগ দেখতে পান তিনি। কৌতুহলবশত ব্যাগটি খোলার পর তার ভেতর প্রচুর খুচরা টাকা পাওয়া যায়। বিষয়টি স্থানীয় লোকজনদের জানালে তাঁরা ব্যাগ থেকে টাকাগুলো ঢেলে প্রকাশ্যে গণনা করেন। গণনা করে মোট ১৬ হাজার ২১০ টাকা পাওয়া যায়।

রতন জানান, ওই স্থানে এক বৃদ্ধা ভিক্ষুক অবস্থান করতেন। হঠাৎ করেই তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

পৌর মেয়র জাকির হোসেন জানিয়েছেন, খুচরা টাকাগুলো দেখে সেগুলো ওই বৃদ্ধা ভিক্ষুকের বলে ধারণা করা হচ্ছে। ব্যাগভর্তি টাকাগুলো পৌরসভায় জমা রাখা হয়েছে বলেও জানান তিনি।