নাটোর খাদ্য গুদামের চাল জব্দ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে মামলা
নাটোর সরকারি খাদ্য গুদাম থেকে ৫৯১ বস্তা নিম্নমানের চাল জব্দের ঘটনায় ১৭ জনের নামে মামলা করেছে পুলিশ। এ মামলায় মোট ১৭ আসামির মধ্যে পাঁচজনের নাম উল্লেখ ও ১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। আজ বুধবার সকালে নাটোর সদর থানার মামলাটি করা হয়।
নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মতিন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের নির্দেশে তিনি নিজেই বাদী হয়ে মামলাটি করেন।
মামলার নামীয় আসামিরা হলেন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন, সহকারী উপ-খাদ্যপরিদর্শক তরিকুল ইসলাম ও গুদামের নিরাপত্তা প্রহরী আবু তৈয়ব, চাল সরবরাহকারী বেলালুজ্জামান বেলু ও মধু।
গত ১২ আগস্ট গোপনে ৫৯১ বস্তা বাতিল চাল সরকারি গোডাউনে মজুত করার সময় সেগুলো জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশ একটি সাধারণ ডায়েরি (জিডি) করে মিস কেস হিসেবে আদালতে পাঠায়। পরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এফ এম গোলজার রহমান অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করে আদালতে নথি পাঠানোর নির্দেশ দেন। ফলে পুলিশ এ মামলাটি করে।