নাটোর জেলা পরিষদ নির্বাচনে লটারির মাধ্যমে সদস্য নির্বাচন
নাটোরের গুরুদাসপুর উপজেলা নিয়ে গঠিত জেলা পরিষদের দুই নম্বর ওয়ার্ডের সদস্য লটারির মাধ্যমে নির্বাচন করা হয়েছে। লটারিতে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ নেতা মেহেদী হাসান। গতকাল সোমবার বিকেলে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ লটারির মাধ্যমে ফলাফল নির্ধারণ করেন।
সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টার নির্বাচন শেষে উপজেলা পরিষদ হল রুমে স্থাপিত ভোট কেন্দ্র থেকে ঘোষণা করা হয় ফলাফল। সদস্য পদে তিন প্রার্থীর মধ্যে জেলা পরিষদেরই সাবেক সদস্য মেহেদী হাসান ও অপর প্রার্থী নাসিরুজ্জামান পান সমান সংখ্যক ৩৩ ভোট।
অপর প্রার্থী উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিয়ার রহমান বাধন পান ২৮ ভোট। এ অবস্থায় জেলা কন্ট্রোল রুমে নিজেই লটারি করে ফলাফল নির্ধারণ করেন জেলা প্রশাসক। ফলাফল মেয়ে নেন পরাজিত প্রার্থী নাসিরুজ্জামান।
নাটোর জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, ‘দুই প্রার্থীর ভোট সংখ্যা সমান হওয়ায় লটারির সাহায্য নেওয়া হয়েছে।’