নাটোর-বগুড়া মহাসড়ক সম্প্রসারণ কাজে অনিয়ম তদন্তে পিবিআইকে নির্দেশ
নাটোর-বগুড়া মহাসড়কের চলমান উন্নয়ন ও সম্প্রসারণের মাটি ভরাট কাজে অনিয়মের বিষয় তদন্ত করে জড়িতদের খুঁজে বের করতে পিবিআইকে নির্দেশ দিয়েছে আদালত।
গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার দুপুরে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ স্বপ্রণোদিত হয়ে নাটোর পিবিআইয়ের পুলিশ সুপারকে এ নির্দেশ দেন।
জারিকৃত এ নির্দেশে অনিয়মের সঙ্গে কারা জড়িত তাদের নাম ঠিকানা শনাক্ত, রাস্তার পাশ থেকে মাটি কাটার কারণ, কি পরিমাণ ক্ষতি হয়েছে তা নির্নয় করে দোষীদের বিরুদ্ধে আগামী ৩০ জুনের মধ্যে প্রতিবেদন দাখিলের কথা বলা হয়েছে।
আদালতের আদেশে বলা হয়, নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে সিংড়া উপজেলার শেরকোল পর্যন্ত নাটোর-বগুড়া মহাসড়েকর ১৪ দশমিক ৭ কিলোমিটার প্রশস্তকরণের জন্য মাটি ভরাট বাবদ সড়ক ও জনপথ অধিদপ্তর নয় কোটি টাকা বরাদ্দ দেয়। কিন্ত ঠিকাদারি প্রতিষ্ঠান মীর হাবিবুল আলম ও রানা বিল্ডার্স শর্ত ভঙ্গ করে ওই সড়কের দুই পাশ থেকে মাটি কেটে সড়কে ব্যবহার করে। এরফলে সরকারের বরাদ্দকৃত টাকা আত্মসাত এবং ভবিষ্যতের জন্য সড়কটি কাঠামোগত দুর্বল অবস্থার মুখে পড়বে। নির্দেশে তদন্তকাজে নাটোর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীকে সহযোগিতা করতে বলা হয়েছে।
নাটোরের জেলা প্রশাসক মোহম্মদ শাহরিয়াজ জানিয়েছেন, আদালত স্বপ্রণোদিত হয়ে মামলা করায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।
আদালতের আদেশ হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে নাটোর পিবিআইয়ের পুলিশ সুপার (এসপি) শরীফ উদ্দিন জানান, তদন্ত করে প্রতিবেদন দাখিল করা হবে।