নারায়ণগঞ্জে আজাদসহ বিএনপির ১২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

Looks like you've blocked notifications!
বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক নজরুল ইসলাম আজাদসহ ১২০ নেতাকর্মীর নামে মামলা করেছে আড়াইহাজার থানার পুলিশ। ছবি : এনটিভি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির কেন্দ্র ঘোষিত পদযাত্রা কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক নজরুল ইসলাম আজাদসহ ১২০ নেতাকর্মীর নামে মামলা করেছে আড়াইহাজার থানার পুলিশ।

আজ রোববার (১২ ফেব্রুয়ারি) আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) নুর-ই আলম সিদ্দিকী বাদী হয়ে ৫০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত  পরিচয় ৭০ জনের বিরুদ্ধে এ মামলা করেন।

এ ঘটনায় যুবদলনেতা ইয়াকুবকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার মামলার বিষয়ে বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা ঢাকা সিলেট মহাসড়কে উঠে রাস্তা বন্ধ করে দেয়। তারা গাড়ি চলাচল রোধ করে গাড়ি ভাঙচুরের চেষ্টা করে। আমরা তাদের নিবৃত্ত করতে চেষ্টা করলেও তারা রাস্তা ছাড়তে রাজি হয়নি। এই ঘটনায় যুবদলনেতা ইয়াকুবকে গ্রেপ্তার করে পাঁচ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

গতকাল শনিবার আড়াইহাজার উপজেলার পাঁচরুখীর ঢাকা-সিলেট মহাসড়কে পদযাত্রা কর্মসূচি পালন করতে গেলে পুলিশ বাধা দেয় বিএনপি নেতাকর্মীদের। বিএনপির নেতাকর্মীরা বাধা উপেক্ষা করে সামনে যেতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে। নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশ টিয়ার গ্যাস ও গুলি ছুড়ে। এতে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক নজরুল ইসলাম আজাদসহ অর্ধশত নেতাকর্মী আহত হন।