নারায়ণগঞ্জে ভুয়া ডাক্তারের ১ বছরের সাজা

Looks like you've blocked notifications!
নারায়ণগঞ্জে একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এই ভুয়া চিকিৎসককে ১ বছরের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : এনটিভি

নারায়ণগঞ্জ শহরের একটি ডায়াগনস্টিক সেন্টার অভিযান চালিয়ে একজন ভুয়া এমবিবিএস ডাক্তারকে আটক করে এক বছরের সাজা দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার (২১ মে)  দুপুর শহরের ৪নং ডিআইটি রোডে সুপার ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালান জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ডায়াগনস্টিক সেন্টারের ভুয়া কনসালটেন্ট  সনোলোজিস্ট (এমবিবিএস) ডাক্তার মোস্তফা মিজানুর রহমানকে আটক করা হয়। পরে কাগজপত্র চাওয়া হলে তিনি এমবিবিএসের কাগজপত্র দেখাতে পারেননি। এরপর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত আরা খানম তাঁকে এক বছরের বিনাশ্রম সাজা দিয়ে কারাগারে পাঠিয়ে দেন। পরে সুপার ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ টাকা জরিমানা করে সিলগালা করে দেওয়া হয়।

ম্যাজিস্ট্রেট নুশরাত আরা খানম জানান, শহরের মধ্যে সুপার ডায়াগনস্টিক সেন্টারে কোনো কাগজপত্র যাচাই ছাড়া আলট্রাসনোগ্রাফি বিভাগে নিয়োগ দেয় কর্তৃপক্ষ। দণ্ডাদেশপ্রাপ্ত মিজানুর রহমান নিজেকে ভুয়া ডাক্তার বলে স্বীকার করেছেন।