নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসি সিটি শাহীন বন্দুকযুদ্ধে নিহত
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়ার শীর্ষ সন্ত্রাসি শাহীন মিয়া ওরফে সিটি শাহীন বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।
বৃহস্পতিবার রাত ১১টা ৪০ মিনিটে এ তথ্য নিশ্চিত করে র্যাব-১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন।
লে. কর্নেল আব্দুল্লাহ আল মোমেন বলেন, ‘সিটি শাহীনের বিরুদ্ধে ২৩টি মামলা রয়েছে। আমরা তাকে ধরতে গিয়েছিলাম। দুপুর ২টার দিকে আমাদের উপস্থিতি টের পেয়ে সিটি শাহীনসহ ১০-১২ জনের একটি গ্রুপ আমাদের উদ্দেশ্যে গুলি ছোঁড়ে। আমরাও পাল্টা গুলি ছুঁড়লে একটি গুলি সিটি শাহীনের পায়ে লাগে। বাকিরা পালিয়ে যায়। বিকাল সাড়ে ৩টার দিকে তাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে আসি। বিকাল ৪টা ২০মিনিটের দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।’
জানা গেছে, সিটি শাহিনের বিরুদ্ধে দুইটি হত্যা, তিনটি মারামারি, একটি পুলিশের উপর হামলা, নারী ও শিশু নির্যাতন, যৌন নিপীড়ন এবং মাদকসহ ২৩টি মামলা রয়েছে।
সর্বশেষ গত ২৮ সেপ্টেম্বর রাত ১২টার দিকে রূপগঞ্জের চনপাড়া মেইন রোডে নুরজাহান ফার্মেসির সামনে পাকা রাস্তায় র্যাবের অভিযানিক দলের সাথে অস্ত্রধারী সন্ত্রাসিদের গুলিবিনিময়ের ঘটনা ঘটে।
লে. কর্নেল আব্দুল্লাহ আল মোমেন বলেন, ‘২৮ সেপ্টেম্বরও সিটি শাহীন আমাদের উদ্দেশ্যে গুলি ছোঁড়ার চেষ্টা করেছিল। তবে, সৌভাগ্যবশত তার পিস্তল থেকে গুলি বের হয় নাই।’