নারায়ণগঞ্জের সব থানা-ফাঁড়িতে বিশেষ প্রতিরোধ ব্যবস্থা
নারায়ণগঞ্জের সব থানায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। জেলা পুলিশের সাতটি থানা, তদন্তকেন্দ্র ও ফাঁড়িগুলোতে স্থাপন করা হয়েছে ভারী অস্ত্রসজ্জিত চৌকি। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকেই তল্লাশির মধ্য দিয়ে প্রবেশ করতে হচ্ছে। একইসঙ্গে পুলিশের সংখ্যাও বাড়ানো হয়েছে।
সন্ধ্যায় বিভিন্ন থানা থেকে জানানো হয়, পুলিশের সাতটি থানার সঙ্গে সংশ্লিষ্ট ফাঁড়ি ও তদন্তকেন্দ্র এবং পুলিশের স্থাপনাগুলোতে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। নিরাপত্তার অংশ হিসেবে গুরুত্ব অনুযায়ী থানা, ফাঁড়ি ও তদন্তকেন্দ্রে এলএমজি পোস্ট ও সিমেন্টের বস্তা দিয়ে বিশেষ ধরনের প্রতিরোধ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। পাশাপাশি বাড়ানো হয়েছে পুলিশ সদস্যের সংখ্যা। এসব চৌকিতে দায়িত্ব পালন করছে পুলিশ। ঝুঁকি বিবেচনা করে কিছু থানার ছাদে ও সামনের ফাঁকা স্থানেও এ ধরনের চৌকি দেখা গেছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, ‘পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম স্যারের নির্দেশনায় জেলার বাড়তি নিরাপত্তার অংশ হিসেবে জেলা পুলিশের আওতাধীন সব থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্র ও স্থাপনাগুলোতে এলএমজি পোস্ট স্থাপন করা হয়েছে। পাশাপাশি পুলিশের সংখ্যাও বাড়ানো হয়েছে।’