নারায়ণগঞ্জে করোনায় তিনজনের মৃত্যু, আক্রান্ত ২৬৪

Looks like you've blocked notifications!
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টিকাকেন্দ্রগুলোতে মানুষের ঢল। ছবি : এনটিভি

নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় এক নারীসহ করোনায় তিনজন মারা গেছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৬৪ জনের।

আজ সোমবার সকালে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ জানান, গতকাল থেকে মৃত্যু এবং আক্রান্তের হার কমেছে। গতকাল ছয়জন মারা গেছে। আজ নমুনা পরীক্ষা করা হয়েছে এক হাজার ৬৩ জনের, আক্রান্ত পাওয়া গেছে ২৬৪ জন। শনাক্তের হার ২৪ দশমিক ৮৪ শতাংশ। গতকাল এ হার ছিল ২৮ দশমিক ৭৭ শতাংশ।

আজ তৃতীয় দিনের মতো গণটিকা দেওয়া হচ্ছে সিটি করপোরেশন ও ইউনিয়ন পরিষদের সব ওয়ার্ডের টিকাকেন্দ্রগুলোতে। সিটি করপোরেশনের প্রতিটি কেন্দ্রে ৬০০ এবং ইউনিয়ন পরিষদের প্রতিটি কেন্দ্রে ২০০ করে টিকা দেওয়া হচ্ছে।

টিকাকেন্দ্রগুলোতে যে পরিমাণ টিকা দেওয়া হয়, তার চেয়ে অনেক বেশি মানুষ টিকা নিতে আসছে। ফলে টিকা না পাওয়া মানুষের মধ্যে ক্ষোভ দেখা যাচ্ছে।