নারায়ণগঞ্জে চার খুনের মামলায় ২ জনের ফাঁসি, ৯ জনের যাবজ্জীবন

Looks like you've blocked notifications!
নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর চার খুনের মামলায় দুই আসামির মৃত্যুদণ্ডাদেশ ও ৯ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়ার পর আসামিদের কারাগারে নিয়ে যায় পুলিশ। ছবি : এনটিভি

নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর চার খুনের মামলায় দুই আসামির মৃত্যুদণ্ডাদেশ ও ৯ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন চাঞ্চল্যকর এই হত্যা মামলার রায় দেন।

রায় ঘোষণার সময় এ মামলার ১২ আসামির মধ্যে সাত আসামি আদালতে উপস্থিত ছিল। এ ছাড়া চার আসামি পলাতক এবং এক আসামির মৃত্যু হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ১৯ সেপ্টেম্বর ফতুল্লার ধলেশ্বরী নদীতে শাহপরান নামের একটি মালবাহী বলগেটে ডাকাতরা চালকসহ চারজনকে হত্যা করে নদীতে ফেলে দেয়। এরপর মেঘনা নদী থেকে পরপর দুই দিনে শাহপরান বলগেটের মাঝি নাসির মিয়া ও মঙ্গলের হাত পা বাঁধা গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। ফয়সাল ও হান্নান নামের বাকি দুজনের লাশ পাওয়া যায়নি। ওই ঘটনায় ওই বছরের ২২ সেপ্টেম্বর বলগেটের মালিক এরশাদ মিয়া ফতুল্লা থানায় মামলা করেন।

এরপর পুলিশ মামলার সাত আসামিকে গ্রেপ্তার করে। পরে সাত আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তদন্ত শেষে পুলিশ ২০০৯ সালের ২৬ মার্চ আদালতে ১২ আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। আদালত ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। যাবতীয় তথ্য-প্রমাণের ভিত্তিতে আজ রোববার রায় ঘোষণা করেন আদালত।