নারায়ণগঞ্জে ডিবি পরিচয়ে মোটরসাইকেল ছিনতাই, গ্রেপ্তার ৪

Looks like you've blocked notifications!
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তারকৃত ডিবি পরিচয় দিয়ে মোটরসাইকেল ছিনতাইকারী দলের চার সদস্য। ছবি : এনটিভি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ডিবি পরিচয় দিয়ে মোটরসাইকেল ছিনতাইকারী দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন সজিব আক্তার ভুঁইয়া, জাহিদ হাসান, রোমান হোসেন ও গ্যারেজ মালিক আলামিন।

আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে ডিবির অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরী সাংবাদিকদের জানান, গত ২ এপ্রিল সিদ্ধিরগঞ্জ থানার ঢাকেশ্বরী এলাকায় রাত ১১টার দিকে শামসুল নামের মোটরসাইকেল আরোহী বাড়ি যাচ্ছিলেন। পথে গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে ছিনতাইকারীর সদস্যের প্রধান সজীব আক্তার ভূঁইয়া তার সহযোগীদের নিয়ে মোটরসাইকেল আরোহীর গতিরোধ করে। এরপর তাঁকে মারধোর করে ২১ হাজার টাকা, মোবাইল ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়।

এ ঘটনায় মোটরসাইকেলের মালিক শামসুল হক অভিযোগ করেন। এর ভিত্তিতে গতকাল দিবাগত রাতে মালামালসহ ছিনতাইকারী দলের চার সদস্যকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃত ছিনতাইকারী সদস্যদের প্রধান সজীবের বিরুদ্ধে এর আগেও মামলা রয়েছে। তিনি নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে দীর্ঘদিন সড়ক-মহাসড়কে ছিনতাই করে আসছিলেন বলে জানান।