নারায়ণগঞ্জে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী ও ছেলেকে হত্যা
নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে স্ত্রী মনোয়ারা ও ছেলে সোহাগকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা চালান রিকশাচালক হারেজ। পরে গুরুতর আহত অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় সোহাগের। আশঙ্কাজনক অবস্থায় হারেজ ও তাঁর স্ত্রী মনোয়ারাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে আজ বুধবার বিকেল সোয়া ৫টার দিকে মৃত্যু হয় মনোয়ারার।
আজ ভোরে ফতুল্লার ভোলাইল গেদ্দারবাজার এলাকায় এ ঘটনা ঘটে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি আসলাম হোসেন জানান, পারিবারিক কলহের জের ধরে স্ত্রী মনোয়ারা ও ছেলে সোহাগকে ধারালো অস্ত্র দিয়ে পেটে ও শরীরে আঘাত করেন রিকশাচালক হারেজ। পরে নিজের পেটেও আঘাত করেন তিনি। পরে তিনজনকেই প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সোহাগকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে মুমূর্ষু অবস্থায় মনোয়ারা ও ঘাতক হারেজকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে বিকেল সোয়া ৫টার দিকে মৃত্যু হয় মনোয়ারার। এদিকে হারেজের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।