নারায়ণগঞ্জে বাসায় ঢুকে মা-মেয়েকে খুন, আটক ২
নারায়ণগঞ্জ সদর উপজেলার নিতাইগঞ্জে একটি বহুতল ভবন থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতেরা হলেন মা রুমা চক্রবর্তী ও মেয়ে মিতু চক্রবর্তী। রুমার স্বামী ব্যবসায়ী।
আজ মঙ্গলবার বিকেলে ডালপট্টি এলাকার এক ভবনের ছয় তলা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করেছে পুলিশ। আটক হওয়া একজন হলেন মো. জুবায়ের। আটক অপর নারীর নাম জানা যায়নি।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বলেন, ‘জুবায়ের মঙ্গলবার বেলা আড়াইটার দিকে নিহতদের বাসার দরজায় নক করেন। এ সময় রুমা চক্রবর্তী দরজা খোলা মাত্র জুবায়ের তাঁর পেটসহ পুরো শরীরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। পরে একইভাবে ঘরে থাকা মিতুকেও ছুরিকাঘাত করে খুন করেন।’
ওসি আরও জানান, রক্তাক্ত ছুরি হাতে এক নারীকে নামতে দেখে সন্দেহ হলে প্রতিবেশীরা ভবনের প্রধান দরজা বন্ধ করে দেন। পরে তাদের আটক রেখে পুলিশে দেন তারা। নিহতদের শরীরে ছুরির আঘাতের অনেক চিহ্ন রয়েছে। তবে এখনই সব বলা যাচ্ছে না। পরে বিস্তারিত জানানো হবে।’