নারায়ণগঞ্জে শীতলক্ষ্যায় অভিযান, শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে অভিযান চালিয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। বন্দরের রূপালী, আমিন ও ময়মনসিংহপট্টি এলাকায় এই অভিযান চালান হয়। বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দর কর্তৃপক্ষের অভিযানে নদীর তীর বালু দিয়ে ভরাট করে অবৈধভাবে বালুর ব্যবসা পরিচালনা করায় দুই ড্রেজার ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ মঙ্গলবার (৯ মে) সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলে।
বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক মো. শহীদুল্লাহ ও উপপরিচালক মো. ইসমাইল হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।
অভিযানে অবৈধ ব্যবসায় প্রতিষ্ঠান, সেমিপাকা ঘর, টংঘর, ড্রেজারের পাইপ ও ডকইয়ার্ডের অবৈধ স্থাপনাসহ শতাধিক অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
নারায়ণগঞ্জ নদী বন্দর বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মো. শহীদুল্লাহ জানান, এসময় নদীর তীর বালু দিয়ে ভরাট করে অবৈধভাবে বালুর ব্যবসা পরিচালনা করায় দুই ড্রেজার ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযান চলমান থাকবে।