নারায়ণগঞ্জ সিটি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : রিটার্নিং অফিসার

Looks like you've blocked notifications!
ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের রিটার্নিং অফিসার মাহফুজা আক্তার। ছবি : এনটিভি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ ও গ্রহণ গ্রহণযোগ্য করবে নির্বাচন কমিশন। আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ নির্বাচন অফিস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেছেন রিটার্নিং অফিসার।  

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমান।

ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের রিটার্নিং অফিসার মাহফুজা আক্তার বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে পাঁচ লাখ ১৭ হাজার ভোটার রয়েছে। ২৭টি ওয়ার্ডে ১৯০টি ভোটকেন্দ্র স্থাপন করা হবে। প্রতিটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোট মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে। আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে পুলিশ, র‌্যাব ও বিজিবি মোতায়েন করা হবে। ২৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়ার পর প্রচার-প্রচারণা করতে পারবে। প্রার্থীদের প্রচার প্রচারণায় নির্বাচনি আচরণবিধি মেনে চলতে হবে। রাত ৮টার পর কোনো প্রকার মাইক ব্যবহার করা যাবে না। রিটার্নিং অফিসার তাঁর অধীনস্থ কর্মকর্তাদের যথাযথ দায়িত্ব পালন করার নির্দেশ দেন এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।