নারী পুলিশের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগ, প্রেমিকের বিরুদ্ধে মামলা
সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলে এক নারী কনস্টেবলের অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে হৃদয় খান নামের এক যুবকের বিরুদ্ধে নারায়ণগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। অভিযুক্ত যুবক ওই নারী কনস্টেবলের প্রেমিক ছিলেন বলে জানা গেছে। ফতুল্লা মডেল থানায় গতকাল বৃহস্পতিবার রাতে মামলাটি করেন ওই নারী পুলিশ সদস্য।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মামলার এজাহারে বলা হয়েছে, অভিযুক্ত হৃদয় খান ঢাকার মগবাজার এলাকার বাসিন্দা। হৃদয় ওই নারী পুলিশ সদস্যের আত্মীয় এবং তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। সেই সুবাদে সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে ভিডিওকলে তাঁদের মধ্যে নিয়মিত যোগাযোগ হতো। হৃদয় খান ওই নারীকে বিয়ের প্রস্তাবও দেন। তাঁদের মধ্যে বিভিন্ন ভিডিও আদান-প্রদান হয়, যা হৃদয় তাঁর মোবাইলে সংগ্রহ করে রাখেন।
পরে যখন হৃদয়ের সঙ্গে ওই নারী পুলিশ সদস্যের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়, তখন হৃদয় তাঁর জিমেইলের কন্ট্রোল নিয়ে সেখান থেকে মোবাইলের যাবতীয় নম্বর ও ফেসবুকের তথ্য সংগ্রহ করেন। পরবর্তী সময়ে হৃদয় কৌশলে বিভিন্ন পুলিশ সদস্যদের মোবাইল নম্বর দিয়ে ‘বিডি পুলিশ’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলেন।
ওই নারী পুলিশ সদস্য উল্লেখ করেন, গত ২ জুন ছুটিতে নারায়ণগঞ্জের বাড়িতে আসেন তিনি। এরপর গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে হোয়াটসঅ্যাপ চালু করে দেখেন, ‘বিডি পুলিশ’ নামের একটি গ্রুপে হৃদয় গোপন ও অশ্লীল ভিডিও ছড়িয়ে দিয়েছেন।