নারী সহকর্মীর পর্নোগ্রাফি মামলায় সাংবাদিক রিমান্ডে
নারী সহকর্মীর করা পর্নোগ্রাফি আইনের মামলায় একটি বেসরকারি টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক ইমরান হোসেন সুমনকে একদিনের রিমান্ড দিয়েছেন আদালত।
আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম এই আদেশ দেন।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামি ইমরান হোসেন সুমনকে হাজির করে পল্লবী থানায় পর্নোগ্রাফি ও ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সোশ্যাল মিডিয়া ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেশন টিমের পরিদর্শক কাজী মো. নাসিরুল আমীন।
অপরদিকে সাংবাদিকের পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিনের আবেদন খারিজ করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
এর আগে গতকাল রোববার রাতে সাংবাদিক সুমনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।
এ বিষয়ে ডিবির উপকমিশনার (ডিসি-সিরিয়াস ক্রাইম) মীর মোদাচ্ছের হোসেন বলেন, বেসরকারি টেলিভিশনের এক সহকর্মীর করা মামলায় আমরা একজন আসামিকে গ্রেপ্তার করেছিলাম। সেই আসামির আদালতে দেওয়া ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ইমরান হোসেন সুমনের নাম উঠে আসে।
আপত্তিকর অশ্লীল ছবি প্রকাশ করায় ১২ জুলাই ভুক্তভোগী নারী বাদী হয়ে পর্নোগ্রাফি ও ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় ধারা দেওয়া হয়েছে ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮ (৩) ও ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/২৯ ধারা।