নার্স-ওয়ার্ড বয়দের আবাসনসহ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করলেন সেলিম ওসমান
নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের পর এবার নার্স ও ওয়ার্ড বয়দের থাকা, খাওয়া ও যাতায়াত ব্যবস্থা করলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। এছাড়া রোগীদের নমুনা সংগ্রহ থেকে শুরু করে ফলাফল আসা পর্যন্ত যাবতীয় ব্যবস্থা করে দিলেন।
আজ শনিবার বিকেলে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট করোনা হাসপাতালের অদূরে বার একাডেমি হাইস্কুলে ব্যবস্থা করা তাদের আবাসনস্থল উদ্বোধন করেন সাংসদ সেলিম ওসমান। গত ২৩ এপ্রিল তাঁর ব্যক্তিগত তহবিল থেকে চিকিৎসকদের জন্য বরাদ্দ দেওয়া ২০ লাখ টাকার এক অংশ এই আবাসনের।
এ সময় সাংসদ সেলিম ওসমান বলেন, ‘সাধারণ মানুষ আক্রান্ত হলে ডাক্তারের কাছে আসবে চিকিৎসা নিতে। নারায়ণগঞ্জেই সব থেকে বেশি চিকিৎসকরা আক্রান্ত হয়েছেন। তাই আগে করোনা রোগীদের সেবা দেওয়ার কাজে নিয়োজিত চিকিৎসক এবং নার্সদের স্বাস্থ্য সুরক্ষা দিতে হবে।’
রোগীদের নমুনা সংগ্রহ এবং ঢাকায় আনা নেওয়ার জন্য মোট আটটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। যার মধ্যে বার একাডেমি স্কুলে থাকবে চারটি, নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে দুটি এবং বন্দর থানা এলাকায় দুটি অ্যাম্বুলেন্স ২৪ ঘণ্টা মানুষের সেবায় নিয়োজিত থাকবে।
এ ব্যাপারে সেলিম ওসমান বলেন, ‘আমাদের নারায়ণগঞ্জে করোনা পরীক্ষায় কোনো ল্যাব এখন পর্যন্ত স্থাপন করা হয়নি। আশা করছি আল্লাহর রহমতে খুব দ্রুত নারায়ণগঞ্জে একটি ল্যাব স্থাপন করা হবে। যতক্ষণ পর্যন্ত ল্যাব স্থাপন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আটটি অ্যাম্বুলেন্স দিয়ে জনগণকে সেবা দিতে হবে।’
চিকিৎসকদের অভয় দিয়ে সেলিম ওসমান বলেন, ‘আপনারা ভীত হবেন না। রোগীদের পরীক্ষার সংখ্যা আরো বাড়াতে হবে। দুর্যোগ এক সময় কাটিয়ে উঠব আমরা। নারায়ণগঞ্জ-৫ আসন এলাকায় প্রায় ৬০০ স্বেচ্ছাসেবী কর্মী নিয়োগ দেওয়া হবে। পুলিশ এবং চিকিৎসকদের পাশাপাশি এই ৬০০ কর্মী যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে তবে আমরা বর্তমান পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণ হতে পারব বলে আমি আশা করছি।’