‘নাশতা করতে বের হয়ে’ পাঁচ দিনেও ফেরেনি মাদ্রাসাছাত্র

Looks like you've blocked notifications!
নিখোঁজ মাদ্রাসাছাত্র ফয়সাল। ছবি : সংগৃহীত

নাশতা করার জন্য মাদ্রাসা পরিচালকের কাছ থেকে টাকা নিয়ে বের হয়ে ফয়সাল (১৫) নামের এক শিক্ষার্থী পাঁচ দিনেও ফিরে আসেনি বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের কাউনিয়া থানাধীন পুরানপাড়া এলাকার মারকাজুল ইসলাম এছহাকিয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে গত রোববার বের হওয়ার পর নিখোঁজ হয় ফয়সাল। সে ওই মাদ্রাসার শিক্ষার্থী।

মাদ্রাসার পরিচালক ফোরকান উদ্দিন গতকাল শুক্রবার বিকেলে দাবি করেন, ফয়সাল রোববার সন্ধ্যায় টাকা নিয়ে নাশতা খেতে বাইরে যায়। এরপর মাদ্রাসায় ফিরে না আসায় খোঁজাখুঁজি করে না পেয়ে রাত ৮টার দিকে তার বাবা ওমর ফারুককে জানানো হয়। এরপর ফয়সালের পরিবার সব আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তার সন্ধান পায়নি। পরে বৃহস্পতিবার কাউনিয়া থানায় ওই ছাত্রের বাবা জিডি করেন। জিডি নম্বর ৩৯১।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন, ‘দেশের সব থানায় বার্তা পাঠানো হয়েছে। ওই ছাত্রকে উদ্ধারের জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। একই সঙ্গে তার পরিবারের লোকজনও বিভিন্ন এলাকায় খোঁজখবর নিচ্ছেন।’