নিউমার্কেটে সংঘর্ষ: তদন্ত প্রতিবেদন ১৯ জুলাই
নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় তিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৯ জুলাই দিন নির্ধারণ করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম শ্রভ্রা চক্রবর্তী এই আদেশ দেন। এদিন আদালতে মামলার তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন পুলিশ প্রতিবেদন দাখিল করতে না পারায় বিচারক নতুন দিন নির্ধারণ করেন।
নথি থেকে জানা গেছে, গত ১৮ এপ্রিল রাতে রাজধানীর নিউমার্কেট এলাকার ব্যবসায়ী-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ঘটে। ওই সময়ে রণক্ষেত্রে পরিণত হয় এলাকা। পরে ভোরে শান্ত হলেও সকাল সাড়ে ১০টার দিকে ফের সংঘর্ষে জড়িয়ে পড়েন তাঁরা।
এ সংঘর্ষের মধ্যেই নাহিদ ও মুরসালিন নামের দুজনের প্রাণহানি ঘটে এবং অর্ধশতাধিক মানুষ আহত হন। বাদ যাননি গণমাধ্যমকর্মীরাও। হামলা করা হয় অ্যাম্বুলেন্সে। এ ঘটনায় অন্তত তিনটি মামলা করা হয়েছে। এরপর গত ২৪ এপ্রিল বিকেল ৫টায় ঢাকা কলেজের আন্তর্জাতিক ছাত্রাবাসের ১০১ নম্বর কক্ষে অভিযান পরিচালনা করে র্যাব ও ডিবির সদস্যরা।