নিখোঁজের পরদিন মিলল মরদেহ

Looks like you've blocked notifications!
জয়দেবপুর থানা। ছবি : সংগৃহীত

গাজীপুরের নিখোঁজের একদিন পর বিলের পানিতে ভেসে উঠেছে তরুণের মরদেহ। আজ শুক্রবার বিকেলে সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের কালনীবিল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত প্রতিবন্ধী তরুণের নাম সাকিব হোসেন (২১)। তিনি গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের কালনী গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন ও স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের কালনী চৌরাস্তা বাজারের উদ্দেশে বের  হওয়ার পর নিখোঁজ হন সাকিব হোসেন। তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন। 

ওসি আরও জানান, স্বজনরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও সাকিবের সন্ধান পায়নি। আজ বিকেলে কালনী এলাকায় আড়গড়িয়া-কালনী সড়কের কালভার্টের নিচে বিলের পানিতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। 

ওসি বলেন, ধারণা করা হচ্ছে প্রতিবন্ধী হওয়ায় বিলের পানিতে পড়ে শারীরিক প্রতিবন্ধী সাকিব হোসেনের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।