নিখোঁজের ১০ দিন পর জঙ্গল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
গাজীপুরে নিখোঁজের ১০ দিন পর গতকাল বৃহস্পতিবার রাতে এক বৃদ্ধের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম হাফিজুর রহমান ওরফে চাঁন মিয়া (৬২)। তিনি গাজীপুর সিটি করপোরেশনের পোড়াবাড়ী এলাকার মৃত আবদুস সাহিদের ছেলে।
জিএমপির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঞা জানান, দুর্গন্ধের সূত্র ধরে বৃহস্পতিবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের পোড়াবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের একটি জঙ্গলে এক বৃদ্ধের গলিত লাশ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
ওসি জানান, গাছের ডালের সঙ্গে নিহতের গলায় রশি প্যাঁচানো ছিল। পরে নিহতের স্বজনরা ঘটনাস্থলে এসে পরনের কাপড়ের সূত্র ধরে লাশটি স্থানীয় হাফিজুর রহমান ওরফে চান মিয়ার বলে শনাক্ত করেন। হত্যা নাকি আত্মহত্যার কারণে তার মৃত্যু হয়েছে, ময়নাতদন্তের পর তা নিশ্চিত হওয়া যাবে।
ওসি নিহতের স্বজনদের বরাত দিয়ে আরো জানান, চান মিয়া মানসিক অসুস্থতায় ভুগছিলেন। সম্প্রতি তিনি ধারালো অস্ত্র দিয়ে নিজের মাথায় আঘাত করে আহত হয়েছিলেন। তাঁর বাবাও মানসিক রোগী ছিলেন। ১০ দিন আগে চান মিয়া বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন।
গাজীপুর সিটি করপোরেশনের স্থানীয় কাউন্সিলর মঞ্জুর মাওলানা ও নিহতের ছেলে রায়হানসহ স্বজনরা জানান, জঙ্গলের ভেতরে মাটিতে বসা অবস্থায় গাছের সঙ্গে নিহতের গলায় রশি প্যাঁচানো ছিল। চাঁন মিয়া কৃষি কাজ ও বাজারে সবজি বিক্রি করতেন। গত ৪ আগস্ট ভোরে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তিনি। স্বজনরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।