নিজেকে ‘এলাকার মাস্তান’ হিসেবে জাহির করতেন হান্নান

Looks like you've blocked notifications!
সিরাজগঞ্জ সদর উপজেলায় র‍্যাবের হাতে গ্রেপ্তার হওয়া আবদুল হান্নান তালুকদার। ছবি : এনটিভি

সিরাজগঞ্জ সদর উপজেলায় দেশীয় তৈরি অস্ত্র ও ইয়াবাসহ আবদুল হান্নান তালুকদার (৪৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। উপজেলার একটি পরিত্যক্ত চিপস কারখানায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১২-এর কার্যালয় থেকে গতকাল বৃহস্পতিবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া হান্নান তালুকদার সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের উত্তর কান্দাপাড়া এলাকার বাসিন্দা।

র‍্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হান্নান অস্ত্রগুলো ব্যবহার করে বিভিন্ন সময় ছিনতাই এবং নিজেকে এলাকার মাস্তান হিসেবে জাহির করতেন বলে স্বীকার করেছেন।

র‌্যাব-১২-এর উপ-অধিনায়ক মেজর মো. মশিউর রহমান জানান, গতকাল বৃহস্পতিবার ভোরে উত্তর কান্দাপাড়া এলাকার একটি পরিত্যক্ত চিপস কারখানায় অভিযান চালানো হয়। এ সময় হান্নান নামের এক ব্যক্তির কাছ থেকে একটি পাইপ গান, একটি চাইনিজ কুড়াল, একটি বার্মিজ চাকু, একটি মোবাইল, দুটি ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ করা হয়।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, হান্নানের বিরুদ্ধে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে মামলা করা হয়েছে। তাঁকে সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।