নিজেরাই নিজেদের এলাকা লকডাউন করল

Looks like you've blocked notifications!

সারা দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ফরিদপুরের স্থানীয় সচেতন এলাকাবাসী নিজেরাই নিজেদের এলাকাগুলোর প্রবেশপথ বন্ধ করে লকডাউন ঘোষণা করেছে। পথগুলোতে তারা পাহারা বসিয়ে জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাইরে বের হওয়া এলাকার ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না।  

ফরিদপুর শহরের ওয়্যারলেসপাড়া এলাকায় সচেতন এলাকাবাসী রাস্তার প্রধান গেটে বাঁশ দিয়ে বেঁধে দিয়েছে। ছাড়া ফরিদপুর সদর উপজেলার ওয়াজউদ্দিন মুন্সিরডাংগী হাফেজডাংগী গ্রামের যুবসমাজের উদ্যোগ গ্রহণের মাধ্যমে গ্রামবাসী লকডাউন ঘোষণা করে

অপরদিকে ভাঙ্গা উপজেলায় প্রবেশের আঞ্চলিক যেসব পথ ভাঙ্গা পৌরসভার চত্বর থেকে নওপাড়া, ভাঙ্গা শহরে প্রবেশ করার পশ্চিম হাসাম দিয়া, কুঠিবাড়ির চরকান্দা, বাইশাখালির ডাকবাংলা সড়ক পুরাতন বাসস্ট্যান্ড হয়ে মালো সম্প্রদায় জেলেপাড়ার সড়ক পথগুলো হয়ে ভাঙ্গা উপজেলায় প্রবেশ করার তিনটি দ্বারমুখে বাঁশ দিয়ে আসা যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। 

এর ফলে আজ থেকে কোনো প্রকার ভ্যানগাড়ি, অটো ভ্যানগাড়ি, ইজিবাইকসহ কোনো ভারি যানবাহন প্রবেশ করতে পারবে না পৌর শহরে। ছাড়া প্রয়োজন ছাড়া কোনো পৌরবাসী বাজারেও আসতে পারবে না

এভাবে জেলার বিভিন্ন স্থানে স্থানীয় সচেতন এলাকাবাসী তার এলাকাকে করোনাভাইরাসের মহামারি থেকে মুক্ত রাখতে নিজেরাই লকডাউন ঘোষণা করে যাওয়া-আসা বন্ধ করে দিচ্ছে