‘নিত্যপণ্যের দাম বাড়িয়ে মানুষকে নির্যাতন করা হচ্ছে’

Looks like you've blocked notifications!
স্বেচ্ছাসেবক দল আয়োজিত আলোচনা সভায় কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : এনটিভি

বিএনপির নেতাকর্মীদের নির্যাতনের পর নিত্যপণ্যের দাম বাড়িয়ে এখন সাধারণ মানুষকেও নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অতিষ্ঠ জনগণ এ মুহূর্তে ক্ষমতাসীনদের বিদায় চায় বলে মন্তব্য করেছেন তিনি।

আজ শুক্রবার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ওই সভার আয়োজন করা হয়।

সভায় বিএনপির মহাসচিব অভিযোগ করেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমান সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার। বিএনপি জনগণকে ঐক্যবদ্ধ করার কাজ করছে মন্তব্য করে তিনি বলেন, ‘গণ-আন্দোলনের মাধ্যমে মুক্ত করা হবে গণতন্ত্র ও খালেদা জিয়াকে।’

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারায় সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল অভিযোগ করেন, জনগণের সমস্যা সমাধানে নজর না দিয়ে ক্ষমতাসীনরা ব্যস্ত নিজেদের আখের গোছাতে।

মির্জা ফখরুল বলেন, ‘এই সরকারের একটাই মাত্র উদ্দেশ্য, যেকোনো প্রকারে ক্ষমতায় থেকে শুধু লুটপাট করা। প্রতিটি মানুষ চায় এই সরকার যাক। চলে যাক। এ মুহূর্তে গেলে আরো ভালো। কারণ আর পারা যায় না। মানুষ আর পারছে না।’

বিএনপির মহাসচিব আরো বলেন, ‘১০ বছর ধরে বিএনপিকে পিটিয়েছে। এখন সাধারণ মানুষকে পেটানো শুরু করেছে পেঁয়াজ, লবণ সবকিছু দিয়ে। দাম এমন পর্যায়ে বাড়ানো হচ্ছে, সেখানে সাধারণ মানুষের জীবন দুঃসহ হয়ে গেছে।’