নিম্নমানের সুরক্ষাসামগ্রী প্রদান : শামীমুজ্জামানকে দুদকে তলব
নভেল করোনাভাইরাসের ভয়াবহ বিস্তারের মাঝে নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী প্রদানসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে জাদিদ অটোমোবাইলসের মালিক শামীমুজ্জামান কাঞ্চনকে দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে তলব করা হয়েছে।
আগামী ৯ সেপ্টেম্বর শামীমুজ্জামানকে দুদক কার্যালয়ে আসতে বলা হয়েছে। দুদক পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী গতকাল বুধবার এ সংক্রান্ত একটি চিঠি শামীমুজ্জামান বরাবর পাঠিয়েছেন।
দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য আজ বৃহস্পতিবার এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দুদক পরিচালক বলেন, অধিদপ্তর ও বিভিন্ন হাসপাতালের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোভিড-১৯-এর চিকিৎসার জন্য নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী কেনা ও সরবরাহের অভিযোগ রয়েছে। এতে করে ক্রেতা ও সরবরাহকারী উভয়ে পারস্পরিক যোগসাজশের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। দুদক এখন এগুলো অনুসন্ধান করে দেখছে। শামীমুজ্জামান কাঞ্চনের বিরুদ্ধেও এ ধরনের অভিযোগ রয়েছে।
অনুসন্ধান কাজের অংশ হিসেবেই আগামী ৯ সেপ্টেম্বর তাঁকে (শামীমুজ্জামান) দুদক কার্যালয়ে এ সংক্রান্ত নথিপত্র নিয়ে হাজির হতে বলা হয়েছে বলে জানান দুদক পরিচালক।