নিম্ন আদালতে জাতীয় শোক দিবস পালিত

আজ ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলনকক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত হয়। ছবি : এনটিভি
ঢাকার নিম্ন আদালতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে।
আজ শনিবার দিবসটি উপলক্ষে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় শতাধিক বিচারক ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। সভায় ঢাকার জেলা ও দায়রা জজ সিনিয়র জেলা জজ শওকত আলী চৌধুরী সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সিনিয়র সহকারী জজ আফ্রিন আহমেদ হ্যাপি।
এ বিষয়ে ঢাকার লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ আলমগীর হোসাইন বলেন, দুটি মাদ্রাসায় পবিত্র কোরআনখানির মাধ্যমে সকালের অনুষ্ঠান শুরু হয়। এরপর সকাল সাড়ে ১০টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে ভার্চুয়াল পদ্ধতিতে শোক দিবসের আলোচনা শুরু হয়।