নির্বাচনকে প্রভাবিত করতে জরিপের ফল প্রকাশ করেছেন জয় : ফখরুল
নির্বাচনকে প্রভাবিত করতে জরিপের ফল প্রকাশ করেছেন সজীব ওয়াজেদ জয়। এমন মন্তব্য করে সুষ্ঠু নির্বাচনে ভূমিকা রাখার জন্য আবারো নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার বিকেলে গুলশানে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির মহাসচিব।
নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে ঢাকা উত্তরে দলের মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের সঙ্গে দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক করেন বিএনপি মহাসচিব। পরে কথা বলেন, সাংবাদিকদের সঙ্গে। দুই সিটিতেই আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ী দেখিয়ে বৃহস্পতিবার ফেসবুকে প্রকাশিত প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের জরিপের ফলাফল প্রসঙ্গেও প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, ‘গতবার জাতীয় নির্বাচনের আগে ২৬ ডিসেম্বর তিনি ভবিষ্যদ্বানী করেছিলেন যে এত এত ভোট পাবে। এবারও নির্বাচনের আগের দিন তিনি বললেন যে এত পারসেন্ট ভোট, ছক টক দিয়ে স্ট্যাটাস দিয়েছেন।’
বিএনপির মহাসচিব বলেন, ‘প্রধানমন্ত্রীর পুত্র, তিনি যখন এ ধরনের কথাবার্তা বলেন তখন খুব পরিষ্কার হয়ে যায় যে তাদের উদ্দেশ্যটা কী। উদ্দেশ্য হচ্ছে নির্বাচন প্রক্রিয়াকে, নির্বাচন কমিশনকে, নির্বাচনের সঙ্গে যারা জড়িত আছেন, যারা ভোট নেবেন তাদের প্রভাবিত করা।’
তিনি আরও জানান, ভোট নিয়ে এমন অনেক শঙ্কা নিয়েই ভোটের মাঠে থাকবে বিএনপি, নির্বাচন কমিশনের ভূমিকায়ও থাকবে তাঁদের নজর।
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের বক্তব্যটা পরিষ্কার। আমরা এমন একটা নির্বাচন চাই, যেটা হবে সুষ্ঠু ও অবাধ। ভোটাররা যেন ভোট দিতে পারে নির্বাচন কমিশন সেটা নিশ্চিত করবে। দুর্ভাগ্য আমাদের নির্বাচন কমিশনের সেই যোগ্যতা নেই। তারা এখন পর্যন্ত কোনো কাজের মধ্য দিয়ে তাদের যোগ্যতা প্রমাণ করতে পারেনি।’
তিনি বলেন, ‘সব ভোটারদের কাছে আমাদের আহ্বান এটা শুধু স্থানীয় নির্বাচন নয়, এটা একটা প্রতীক নির্বাচন। সেই নির্বাচনে তারা অংশ নেবেন। তাদের মূল্যবান মতামত দিয়ে তারা গণতন্ত্রকে জয়যুক্ত করবেন। এটাই আমাদের আশা।’
গুলশান থেকে পরে বিএনপির মহাসচিব গোপীবাগে যান দক্ষিণের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বাসায়। সেখানে দক্ষিনের মেয়র প্রার্থী ইশরাকের কাছ থেকে তাঁর নির্বাচনী প্রস্তুতির কথা জানেন। পরে মহাসচিব প্রয়াত সাদেক হোসেন খোকার স্ত্রী ইসমত আরা খোকার সঙ্গেও দেখা করেন।