নির্বাচনে বিএনপিকে পরাজিত করে দুর্নীতির শেকড় উপড়ে ফেলতে হবে : মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী
আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে ভোটযুদ্ধে বিএনপিকে পরাজিত করে দুর্নীতির শেকড় উপড়ে ফেলতে হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
আজ রোববার বিকেলে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক রণাঙ্গন জামালপুরের বকশীগঞ্জে উপজেলার সীমান্তবর্তী ধানুয়া কামালপুর মুক্ত দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন।
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত বাংলাদেশের উন্নয়ন চায় না, কারণ তাদের পিয়ারে পাকিস্তান আজ ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্র। বাংলাদেশ পৃথিবীর বুকে উন্নয়নের রোল মডেল হবে—এটা তারা মেনে নিতে পারে না। বিএনপি-জামায়াত জোট যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তখন আমরা চার বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিলাম, তারা আমাদের জন্য কলঙ্ক বয়ে এনেছে। শেখ হাসিনাকে পৃথিবীর বিভিন্ন দেশ ২৯টি আন্তর্জাতিক সম্মননা দিয়েছে, তিনি আমাদের জন্য সম্মান বয়ে এনেছেন।’
ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয় মাঠে জামালপুর জেলা প্রশাসন হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা প্রশাসক শ্রাবস্তী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল, সংসদ সদস্য আবুল কালাম আজাদ, বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ প্রমুখ।