নির্বাচন কমিশন আছে, ভোটাধিকার নেই : বিএনপির মিডিয়া সেল
নির্বাচন কমিশন আছে, ভোটাধিকার নেই বলে অভিযোগ করেছেন বিএনপির মিডিয়া সেল। এক মত বিনিময় সভায় মিডিয়া সেলের প্রধান শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, কোনো দলই যেন বাংলাদেশে একদলীয় শাসনক্ষমতা প্রতিষ্ঠা করতে না পারে, সেজন্যই তারেক রহমানের নেতৃত্বে কাজ করতে হবে।
আজ শনিবার রংপুরে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এ্যানি একথা বলেন। সভায় প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক কাদের গণি চৌধুরী।
মতবিনিময় সভায় অংশ নিয়ে বক্তারা বলেন, বাংলাদেশে স্বাধীনতার মূলমন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এখন ভুলণ্ঠিত। নির্বাচন কমিশন আছে, ভোটাধিকার নেই; সংসদ আছে, কার্যকারিতা নেই; সরকার আছে, বৈধতা নেই; প্রশাসন আছে, নিরপেক্ষতা নেই; আদালত আছে, ন্যায়বিচার নেই।
মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সুশাসনের জন্য নাগরিক—সুজনের রংপুর জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সাবেক সংসদ সদস্য শাম্মী আখতার, কেন্দ্রীয় কমিটির সদস্য ফরহাদ হোসেন আজাদ, ব্যারিস্টার মীর হেলাল, মিডিয়া সেলের সদস্য মেহেদী হাসান রুম্মন, সাবেক সংসদ সদস্য পরিতোষ চক্রবর্তী প্রমুখ।