নির্বাচন ভালো হয়েছে, ভোট ৩০ ভাগের নিচে : সিইসি

Looks like you've blocked notifications!
ঢাকার দুই সিটির ভোট শেষ হওয়ার পর আজ শনিবার রাতে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। ছবি : এনটিভি

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ‘ঢাকার দুই সিটি নির্বাচন ভালো হয়েছে। ভোট পড়েছে ৩০ শতাংশের নিচে।’

ঢাকার দুই সিটির ভোট শেষ হওয়ার পর আজ শনিবার রাতে সাংবাদিকদের ভোটের দায়িত্বে থাকা নির্বাচন কমিশনের প্রধান এসব কথা বলেন।

নূরুল হুদা বলেন, ‘উভয় সিটিতে ভোট সম্পন্ন হয়েছে। ফলাফল আসা শুরু করেছে। এজেন্ট বের করে দেওয়ার ব্যাপারে কোনো এজেন্ট অভিযোগ করেননি, যে এজেন্টকে বার করে দিয়েছে। আমি যেখানে গিয়েছি, সেখানে এজেন্ট ছিল। সব দলের। আমি যেখানে ভোট দিয়েছি, সেখানে জিজ্ঞেস করেছি, সবার এজেন্ট উপস্থিত ছিল। আওয়ামী লীগ, বিএনপি সবার এজেন্ট ছিল।’

ভোটকেন্দ্রে যাওয়ার দায়িত্ব এজেন্টদের উল্লেখ করে সিইসি বলেন, ‘আর ভোটকেন্দ্রে এজেন্টদের যদি বের করে দেওয়া হয়, আমাদের কাছে অভিযোগ করতে হবে। এ রকম অভিযোগ আমি পাইনি। নির্বাচন কমিশনে কেউ পায়নি।’

ফিঙ্গার প্রিন্ট রেখে ভোটার বের করে দেওয়ার কোনো অভিযোগ পাননি বলেও জানান সিইসি। তিনি বলেন, ‘ইভিএমে যারা ভোট দিয়েছেন, টিভি দেখেছি, কেউ অভিযোগ করেননি। এটা যে খারাপ কেউ সে কথা বলেননি। বলেছে একটু জটিল, দেরি হয়েছে এবং বেশির ভাগ লোক বলেছে যে, ইভিএমে ভোট দিয়ে আমরা স্বাচ্ছন্দ্যবোধ করেছি। এতে সঠিকভাবে ভোট দেওয়া সম্ভব হয়। আর ইভিএমে একজনের ভোট আরেকজন দিতে পারেন না। একবার ভোট দিলে ওই লোক দ্বিতীয়বার আর ভোট দিতে পারে না।’

ভোট ভালো হয়েছে, কোনো ভোটার ভোট না দিয়ে আসে নাই মন্তব্য করে নূরুল হুদা বলেন, ‘কোনো ভোটার বলেননি যে, ভোট দিতে গিয়ে আমি ভোট দিতে পারিনি। পারসেন্টেজ বোধহয় ৩০ শতাংশের নিচে থাকবে। উপরে যাবে না মনে হয়।’

সন্ধ্যার দিকে নয়াপল্টনের সংঘর্ষের ঘটনার বিষয়ে সিইসি বলেন, ‘পল্টনে যাওয়ার সময় কেন কিভাবে কী ঘটেছে, তাতো বলতে পারব না। এটা তদন্তের বিষয়। আইনশৃঙ্খলার বিষয়।’