নির্মাণাধীন রেললাইনের পাশের ডোবায় মিলল ভাসমান লাশ
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় নির্মাণাধীন রেললাইনের পাশে পরিত্যক্ত ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত ৯টার সময় উপজেলার কেঁওচিয়া ৫ নম্বর ওয়ার্ড তেমুহনীর উত্তরে এ লাশ উদ্ধার করা হয়। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আবিদুল হান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্মিতব্য রেললাইনের নিরাপত্তাকর্মী আবু সৈয়দ জানান, রোববার সন্ধ্যায় একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
সাতকানিয়া থানার উপপরিদর্শক (এস আই) রাজু আহমেদ জানান, রাতে স্থানীয়দের খবরের ভিত্তিতে দোহাজারী-কক্সবাজার নির্মাণাধীন রেললাইনের পাশের ডোবা থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত একটি লাশ উদ্ধার করা হয়। লাশটি উপুড় হয়ে ছিল।
লাশটি ময়নাতদন্তের জন্য আজ সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।