নিষিদ্ধ ‘আল্লাহর দলে’র তিন সদস্য আটক
ঝিনাইদহে নিষিদ্ধঘোষিত ‘আল্লাহর দলে’র তিন সদস্যকে আটক করেছে র্যাব-৬। তাদের কাছ থেকে দলীয় লিফলেট, সদস্যদের নামের তালিকাসহ গোপন কাগজপত্র জব্দ করা হয়েছে।
আটকরা হলেন চুয়াডাঙ্গা জেলার কুলচারা গ্রামের মো. রুহুল আমিন, একই জেলার গোপীনাথপুর গ্রামের মো. কমল মণ্ডল এবং জেলা শহরের ভুটিয়ারগাতি গ্রামের মো. নুর ইসলাম ওরফে পাখি।
র্যাব-৬ ঝিনাইদহ কোম্পানি কমান্ডার মাসুদ আহম্মেদ আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ খবর নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলার জাফরপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালানো হয়। সেখান থেকে আল্লাহর দলের তিন সদস্যকে আটক করা হয়। অভিযানের সময় আরো সাত থেকে আটজন পালিয়ে যায়।’
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে দাবি করেছেন র্যাবের এ কর্মকর্তা।
র্যাব কর্মকর্তা আরো বলেন, ‘আটকদের মধ্যে মো. কলম মণ্ডল পেশায় একজন হারবাল চিকিৎসক। তিনি দীর্ঘদিন ধরে নিষিদ্ধ এ সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে কাজ করে আসছিলেন। ঢাকার একটি কারাগারে বন্দি মতিন মেহেদীর সঙ্গে তার দেখা হয়েছিল বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন কমল।’