নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ২৩ জেলেকে কারাদণ্ড
নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে সিরাজগঞ্জে ১৩ ও ভোলায় ১০ জেলেকে আটক করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনকে কারাদণ্ড ও অনেককে অর্থদণ্ড দিয়েছেন আদালত। এ সময় মাছ ধরায় ব্যবহৃত জাল জব্দ করা হয়েছে। পরে তা পুড়িয়ে দেওয়া হয়।
সিরাজগঞ্জ থেকে এনটিভি অনলাইনের প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্না জানান, সদর উপজেলায় যমুনা নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে ছয় জেলেকে তিন দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যামাণ আদালত। একই সময় আরও সাত জেলেকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিরাজগঞ্জ সদর উপজেলার ভূমি কর্মকর্তা এসএম রকিবুল হাসান এই রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার মোহনপুর গ্রামের ছোমেদ আলী (৪৫), শিমলা গ্রামের নীলমণি (৩৭) ও নারায়ণ হালদার (২৯), পূর্ব মোহনপুরের গ্রামের ফিরোজ (২৬) ও আব্দুল ওয়াহাব (৩২) এবং চরচন্দিনা গ্রামের জুয়েল (৩২)।
সিরাজগঞ্জ সদর উপজেলার নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাইদুল ইসলাম বলেন, ‘মা ইলিশ রক্ষায় শনিবার রাতে সদর উপজেলায় যমুনা নদীতে অভিযান চালানো হয়। এ সময় এক লাখ ৫০ হাজার মিটার কারেন্টজালসহ ১৩ জেলেকে আটক করা হয়। পরে আটকদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। জব্দকৃত জাল আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে।’
অপরিদিকে ভোলা প্রতিনিধি আফজাল হোসেন জানিয়েছেন, জেলার চরফ্যাশনে মেঘনায় ইলিশ শিকার করায় ১০ জেলেকে আটকের পর ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।