নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে আনসার সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/02/13/pm_0.jpg)
জননিরাপত্তা রক্ষায় সব অশুভ শক্তিকে পরাজিত করে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য আনসার সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকালে গাজীপুরের সফিপুরে আনসার একাডেমিতে আনসার ও গ্রাম নিরাপত্তা বাহিনীর কুচকাওয়াজ পরিদর্শনে গিয়ে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘যখন আমরা দেখেছি অগ্নি-সন্ত্রাস আমাদের দেশের মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে, তখন আনসার বাহিনী বিশেষ ভূমিকা পালন করেছে। বিশেষ করে, রেললাইন সংরক্ষণের জন্য তাঁরা বিরাট অবদান রাখেন।’
শেখ হাসিনা বলেন, ‘দেশের যে সময় জননিরাপত্তার প্রয়োজন হয়, আনসার বাহিনীকেই তখন দায়িত্ব দেওয়া হয়। আমাদের অকুতোভয় আনসার বাহিনী জনগণের জানমাল রক্ষায় নিজেদের জীবন পর্যন্ত উৎসর্গ করেছে। আমি তাদের স্মরণ করি এবং তাদের পরিবারের প্রতি আমার সহমর্মিতা জানাই।’ এ সময় দেশে চলমান উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে কঠোর পরিশ্রম ও অসীম সাহসিকতা নিয়ে কাজ করার পরামর্শও দেন তিনি।
এর আগে আনসার একাডেমির প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরিফ কায়কোবাদ। প্যারেড পরিদর্শন শেষে শুরু হয় কুচকাওয়াজ। সেখানে ছয়টি কন্টিনজেন্টের সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী। পরে বিভিন্ন সময় অসীম সাহসিকতা ও সেবামূলক কাজের জন্য ১৪৩ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যের হাতে পদক তুলে দেন শেখ হাসিনা।