নীলফামারী সদরে জঙ্গি আস্তানা সন্দেহে র‍্যাবের অভিযান

Looks like you've blocked notifications!

নীলফামারী সদর এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়েছে র‍্যাব। ঘটনাস্থলে বিস্ফোরক শনাক্ত করেছে র‍্যাব। বিস্ফোরক নিষ্ক্রিয় করার কাজ করছে র‍্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের একটি টিম। র‍্যাব বাড়িটি থেকে পাঁচ জনকে ধরে নিয়ে গেছে।

র‍্যাব-১৩-এর এসপি মো. রফিক এনটিভি অনলাইনকে এসব তথ্য জানিয়েছেন।

আজ শনিবার সকাল থেকে নীলফামারী সদরের সোনাহারা ইউনিয়নের মাঝাপাড়ার পুটিহারি এলাকার বাড়িটি ঘিরে রেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

র‍্যাবের  আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান সংবাদমাধ্যমকে বলেন, ঘটনাস্থলে আইইডিসদৃশ একটি বিস্ফোরক শনাক্ত করেছে র‍্যাব। বিস্ফোরক নিষ্ক্রিয় করার কাজ করছে র‍্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের একটি টিম।