নীল অপরাজিতা : গাছের দাম, রোপণ ও পুষ্টিগুণ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/01/06/aparajita.jpg)
ফুল কার না অপছন্দ। যুগ যুগ ধরে ঘরের সৌন্দর্যবর্ধনের কাজে ব্যবহৃত হয়ে আসছে নানা ধরনের ফুল। তবে কিছু কিছু ফুল শুধু বংশবিস্তার ও সৌন্দর্যবর্ধনের পাশাপাশি বেশ ওষধি গুণাগুণ সম্পন্ন হয়ে থাকে, যা আমাদের নানান ধরনের জটিল রোগের পাশাপাশি বেশ খানিকটা প্রশান্তি দিয়ে থাকে। তেমনি গুণসম্পন্ন ফুল গাছ হচ্ছে অপরাজিতা।
অপরাজিতা গাছ
বেশির ভাগ ক্ষেত্রে আমাদের দেশে সাধারণত সাদা কিংবা নীল, এই দুই প্রজাতির অপরাজিতা ফুলের দেখা পাওয়া যায়। সাদা কিংবা নীল, দুটোই তার সৌন্দর্যের জন্য সমান জনপ্রিয়। এই অপারজিতা গাছটির বৈজ্ঞানিক নাম হলো Clitoria ternatea।
কোথায় পাবেন ও অপরাজিতা গাছের দাম
আপনি চাইলে আপনার আশপাশের যেকোনো নার্সারি থেকে সংগ্রহ করে নিতে পারেন আপনার পছন্দের অপরাজিতা গাছটি। যেকোনো নার্সারিতে সাইজ অনুযায়ী ১০০ টাকা থেকে শুরু করে ৩০০ টাকার মধ্যে কিনতে পারবেন এই গাছ।
এ ছাড়া স্বল্পমূল্যে অপরাজিতার বীজ পেতে আপনি ঘুরে আসতে পারেন Garden.com.bd এর ওয়েবসাইট থেকে, এরা সারা দেশে বাগানের জন্য বীজ ও দরকারি সরঞ্জামাদি ডেলিভারি করে থাকে।
অপরাজিতা গাছ কোথায় লাগাবেন
অনেকে বারান্দায় কিংবা ছাদে রোপণ করে থাকে এই গাছটি। বাড়ির সামনে জায়গা থাকলে মাটিতেও রোপণ করা যায়। অল্প বা বৃহৎ পরিসরে, দুভাবেই অপরাজিতা অনায়াসে বেড়ে ওঠে।
তবে যেকোনো গাছের ক্ষেত্রে পরিপূর্ণরূপে বৃদ্ধির জন্য রোদ খুব প্রয়োজন। অপরাজিতাও তার ব্যতিক্রম নয়। আপনার বারান্দাতে যদি পরিপূর্ণ রোদ থাকে, তাহলে বারান্দাতেই খুব সুন্দর করে বেড়ে উঠতে পারে এই গাছটি।
অপরাজিতার পুষ্টিগুণ
অপারজিতায় রয়েছে মানবশরীরের জন্য অ্যান্টিঅক্সিডেন্ট এবং সেই সাথে এটি আমাদের শরীরে ফ্রি রেডিক্যাল নিরাময়ের ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করে থাকে। যে কারণে শরীরে ক্যানসার নিরাময়ের ক্ষেত্রে এটা বেশ কার্যকর।
এ ছাড়া আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ ফাইটোকেমিক্যাল জমিন, ফলিফেনোল, স্যাপোনিন, ট্যানিন, অন্থসায়ানিন ইত্যাদি সরবরাহ করে থাকে।
উপসংহার
নানা গুণে গুণান্বিত এই উপকারী অপরাজিতা গাছটি আপনি চাইলে সংরক্ষণ করে নিতে পারেন নিজের বাড়িতে। এতে আপনি যেমন সুস্থ থাকতে কার্যকর সমাধান পেতে পারেন এবং সেই সাথে বাড়ির সৌন্দর্যবর্ধনে বেশ কাজে দিতে পারে।