নারী পাচারের অভিযোগ

নৃত্যশিল্পী ইভানকে রিমান্ডে চায় পুলিশ

Looks like you've blocked notifications!
খ্যাতিমান নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ। ফাইল ছবি

খ্যাতিমান নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তারের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদন করেন। বিচারক আগামী ২১ সেপ্টেম্বর রিমান্ড শুনানির দিন ধার্য করেন।

রাতে আদালতের সাধারণ নিবন্ধন শাখার ওমেদার মোহাম্মদ সরোয়ার এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত শুক্রবার রাতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ইভান শাহরিয়ারকে গ্রেপ্তার করে। পরের দিন শনিবার তাঁকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সিআইডির দাবি, তিনি দুবাইয়ে নারী পাচারকারী একটি চক্রের সঙ্গে জড়িত।

ধ্যাততেরিকি সিনেমায় নৃত্য পরিচালনার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ইভান শাহরিয়ার সোহাগ। তিনি ড্যান্স ট্রুপ নামে একটি ড্যান্স কোম্পানি পরিচালনা করে আসছিলেন। বিভিন্ন করপোরেট অনুষ্ঠানে নাচ করে তাঁর দল।